Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিহালী গ্রামের পুরাকীতী
স্থান
পিরব ইউনিয়নের সিহালী গ্রামে
কিভাবে যাওয়া যায়
পুরাতন বগুড়া-দিনাজপুর রোড় পিরব ইউনিয়নের মাঝ বরাবর অতিক্রম করেছে। বগুড়া জেলা শহর থেকে প্রায় ২৪ কি.মি পশ্চিমে পিরব ইউনিয়ন অবস্থিত। যোগাযোগঃ বগুড়া শহরের সাথে ২টি রুটে সহজ যোগাযোগ ব্যবস্থায় পিরব ইউনিয়ন সংযুক্ত। ১নং রুটঃ বগুড়া আভ্যন্তরীণ টামিনাল থেকে নামুজা হয়ে পিরব গামী বাস এবং বগুড়া শহরের দত্ত বাড়ী হইতে সিএনজি । ২নং রুটঃ উক্ত টামিনাল থেকে মহাস্থান-শিবগঞ্জ হয়ে পিরব গাড়ী বাস। পিরব বাস স্টপেজ সংলগ্ন পিরব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অবস্থিত। পিরব বাজার থেকে উত্তর দিকে ভ্যান যোগে মাত্র ২ কি.মি এগুরে সিহালী গ্রামের পুরাকীতী সন্দান পাওয়া যাবে।
বিস্তারিত

সিহালী গ্রামের মধ্য পাড়া ঘেষে উত্তর দিকে পুরাতন হাটখোলা নামক প্রত্নস্থলে  ন্যূনপক্ষে পাচশত বিঘা ব্যাপী উচু ভিটার মাটির সাথে ভাঙ্গা ইটের ও মুৎপাত্রের টুকরা মিশে রয়েছে। আর মাটির নিতে কোদাল চালিয়ে আস্ত ইট তুরে আনা যায়। উচু ভিটার চারিদিকে রয়েছে অতি নীচু জমি আর জলাশয়। এথেকে অনুমান করা যায় উচু ভিটায় এককালে ছিল দুগের অবস্থান আর নীচু জমি ও জলাশয়ে ছির দুগ বেষ্টনকারী পরিখা। কালের পরিক্রমায় পরিখা ভরাট হয়ে নীচু জমিতে রূপান্তরিত হযেছে আর দুগটি ধ্বংসপ্রাপ্ত হযে মাটির নীচে প্রোথিত হযেছে। পরিদশন অন্তে িএই ধ্বংসাবশেষটি প্রাচীনত্ব সম্পকিত এক প্রশ্নের উত্তরে প্রত্নতত্ববিদগণ বতমান নিবন্ধকারকে জানিয়েছিলেন, এটা নিম্নপক্ষে গুপ্তযুগের কীতি। আমরা জানি গুপ্ত বংশের রাজত্ব টিকে চির ৩২০ খৃষ্টাশ্ব হতে ৫৫০ খৃষ্টাব্দ পযন্ত। সেই হিসেবে এটা দেড় থেকে পৌনে দুই হাজার বৎসর পূর্র কোন সময়ে কীতি।প্রত্নত্বগণ কতৃক পরিদশিত বিশাল আয়তনের উচু ভিটার প্রাচিন ইট দিয়ে তৈরি ১২ হাত দীঘ ও ৫ হাত চওড়া গম্বুজাকৃতির একটা স্থাপনার ভগ্নাশেষ আজও অবশিষ্ট রয়েছে।