Title
চাঁপাচিল গ্রামের পুরাকীতী
Location
পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে
Transportation
পুরাতন বগুড়া-দিনাজপুর রোড় পিরব ইউনিয়নের মাঝ বরাবর অতিক্রম করেছে। বগুড়া জেলা শহর থেকে প্রায় ২৪ কি.মি পশ্চিমে পিরব ইউনিয়ন অবস্থিত। যোগাযোগঃ বগুড়া শহরের সাথে ২টি রুটে সহজ যোগাযোগ ব্যবস্থায় পিরব ইউনিয়ন সংযুক্ত। ১নং রুটঃ বগুড়া আভ্যন্তরীণ টামিনাল থেকে নামুজা হয়ে পিরব গামী বাস এবং বগুড়া শহরের দত্ত বাড়ী হইতে সিএনজি । ২নং রুটঃ উক্ত টামিনাল থেকে মহাস্থান-শিবগঞ্জ হয়ে পিরব গাড়ী বাস। পিরব বাস স্টপেজ সংলগ্ন পিরব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অবস্থিত। পিরব বাজার থেকে পশ্চিমে ভ্যান যোগে মাত্র ৪ কি.মি এগুরে চাঁপাচিল গ্রামের পুরাকীতী সন্দান পাওয়া যাবে।